বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কাল সকাল-সন্ধ্যা বিদ্যুৎ থাকবে না

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা ( সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ) বিদ্যুৎ থাকবে না। পৌরসভার সুপাতলা পল্লীবিদ্যুৎ সাবস্টেশনে রক্ষনাবেক্ষন ও সংস্কার কাজের জন্য পৌরশহরসহ উপজেলার বেশীরভাগ ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের মাইকিং করে এ তথ্য জানিয়েছে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিস।
তবে আলীনগর এবং চারখাই ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। বিদ্যুৎ ব্যবস্থা উন্নতির স্বার্থে গ্রাহকদের সাময়িক এ ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিস।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বিদ্যুৎ না থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকাল ৫টার পর থেকে সরবরাহ স্বাভাবিক হবে।