বিয়ানীবাজারে সরকার নির্ধারিত মূল্যে মিলছে না আলু

বিশেষ প্রতিবেদক:বিয়ানীবাজারে সরকার নির্ধারিত দরে মিলছে না আলু।সরকার আলুর দাম হিমাগারে ২৩, পাইকারিতে ২৫ এবং খুচরা কেজিতে ৩০ টাকা কেজি নির্ধারণ করেছে। কিন্তু সেই নির্দেশনার তোয়াক্কা না করে বিয়ানীবাজারে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা করে।এনিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরেজমিন বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় কেউই সরকার নির্ধারিত মুল্যে আলু বিক্রি করছেন না।
ব্যবসায়ীরা বলছেন,সরকার ২৫ টাকা আলুর পাইকারি দাম নির্ধারন করে দিলেও আমরা ৪৪ টাকায় কিনতে হচ্ছে।এখন বলুন ৪৪ টাকায় কিনে আমরা ৩০ টাকায় কিভাবে বিক্রি করবো?
পাইকাররা বলছেন,আড়ৎ থেকে আমরাই ৪৩ টাকা করে আলু কিনে আনতে হচ্ছে।এরপর আমাদের পরিবহণ খরচ আছে।সব শেষে আমাদের লাভই থাকে না।এসময় আলুর দাম নিয়ন্ত্রণে বাজারে নয়, হিমাগারে অভিযান চালানো উচিৎ বলে মনে করেন পাইকাররা।