বড়লেখা
বড়লেখায় সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ,গুরুতর আহত ১

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা:মৌলভীবাজারে বড়লেখায় সিএনজি ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন।আহত যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।সোমবার রাতে বড়লেখার পৌর শহরের উত্তর বাজারের চৌমুহনিতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীতে একটি মালবাহী কাভার্ড ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি উদ্ধার করেছে।
বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে…