বড়লেখায় সিএনজি-অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাংচুর(আপডেট)

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ব্যাটারীচালিত অটোরিকশা (ইজিবাইক) বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে সিএনজি চালক শ্রমিকরা।আজ শুক্রবার সকালে পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা, কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ভাঙ্গচুরের ঘটনাও ঘটে ।
জানা গেছে, সম্প্রতি বড়লেখা পৌরশহরে ব্যাটারী চালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচল বন্ধের দাবি করে আসছে সিএনজি চালিত এটোরিকশা শ্রমিকরা । এ নিয়ে দুই পক্ষের মধ্যেই গত বুধবার দিন থেকে উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার সকালে পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় সিএনজি চালকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় ব্যাটারী চালিত অটোরিকশা (ইজিবাইক) শ্রমিকরাও বাজারে এসে অবস্থান নেয় । এতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হলেও বিকেল তিন‘টার দিকে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা অন্তত ৮/১০ টি ইজিবাইক ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।এ নিয়ে আবারও দু‘ই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদতাজ উদ্দিন, থানার অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এব্যাপারে পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচলবন্ধ করার দাবিতে করে আসছে সি এনজি চালকরা। এতে দু‘ই পক্ষের মধ্যে উত্তেজনা বিজার করছে। আজ বিকালে কয়েকটিব্যাটারী চালিত অটোরিকশা ভাংচুর করে সি এনজি চালকরা। উভয় পক্ষ বাজারে অবস্হান নিলে আমিসহ ভাইস চেয়াম্যান ওথানার অফিসার্স ইনচার্জ দু‘ই পক্ষকে বিষয়টি সমাধান করার আশ্বাসে উভয় পক্ষকে নিভৃত করা হয়েছে। এখন পরিস্তিতি শান্ত রয়েছে।