বোনের বাড়িতে গিয়ে শেষ রক্ষা হলোনা আপন ভাইয়ের হত্যাকারী তানভীরের!

মহসিন রনি ঃ খেলার মাঠে, ছিনেমার গল্পে কিংবা বাস্তব জীবনে ভাইয়ে ভাইয়ে কাধ মিলিয়ে বিশ্ব জয়ের গল্প অনেকের জানা। তবে ভাই ভাইকে কুপিয়ে জখম করে হত্যাকান্ড ইতিহাসে হয়তো হাতেগোনা। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে আপন ভাইকে কুপিয়ে হত্যা করে এক ঘাতক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ২ঃ৩০ মিনিটে পারিবারিক কলহের জেরে তানভীর আহমেদ (১৮) তার আপন ভাই কামরুল(২৪) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে৷এ সময় বাড়ির লোকজন কান্না ভেঙে পড়লে সুযোগে পালিয়ে যায় ঘাতক তানভীর। তবে পালিয়ে তার শেষ রক্ষা হয়নি তারই আপন বোনের বাড়িতে আশ্রয় নেয় এবং সেখান থেকে এক আত্নীয়র সহয়তায় বড়লেখা উপজেলার শাহবাজপুর যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার হয়৷
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। এবং গোপন সংবাদের ভিত্তিতে সারাদিন পর্যবেক্ষণ করে বড়লেখা উপজেলা থেকে সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করা হয়েছে