বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে খুন হওয়া কামরুলের জানাজা বাদ মাগরিব, ঘটনাস্থলে এএসপি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ছোট ভাইয়ের হাতে খুন হওয়া কামরুলের জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব কোনাগ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। তার পারিবারিক সুত্র জানাজার সময় নিশ্চিত করেছেন।
এদিকে্ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সিলেট জেলা পুলিশের এএসপি সুদীপ্ত রায়।
উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে বুধবার দিবাগত রাত ৩ ঘটিকায় ছোট ভাই তানভীরের হাতে নিহত হয়েছেন তারই বড় ভাই কামরুল ইসলাম। তার দুজনই উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের চান্দ আলীর পুত্র। ঘটনার পর ঘাতক তানভীর পালিয়ে যায়।