বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামীর নাম মো: আব্দুল ওয়াহিদ (৩৭), সে উপজেলার মাথিউরা ইউনিয়নের মাথিউরা মিনারাই গ্রামের ছরকুম আলীর পুত্র।
পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) রাতে মাথিউরা থেকে তাকে বিয়ানীবাজার থানার এএসআই রতনমিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎপলাতক ছিল।
তার গ্রেফতারের কথা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, সিলেট পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নিদের্শনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামী সহ পরোয়ানা আসামী গ্রেফতারের অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবার ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।