বড়লেখা

বড়লেখায় ২ মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

মৌলভীবাজারের বড়লেখায় মদ খেয়ে মাতলামি করার অপরাধে দুই মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। বুধবার রিাত ১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মহদিকোনা গ্রামের মৃত আলিফ হোসেনের ছেলে আব্দুল হামিদ সরকার (৩৫) ও পৌরসভার হাটবন্দ এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে বড়লেখা সরকারি কলেজের পাশে মদ খেয়ে আব্দুল হামিদ ও জাকির হোসেন মাতলামি করছিলেন। খবর পেয়ে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে তাদের দুজনকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখার ইউএনও মো. শামীম আল ইমরান তাদের দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, পুলিশ দন্ডদেশ প্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করেছে।

Back to top button