বিয়ানীবাজার থেকে যুবক নিখোঁজ, পরিবারের সাহায্য কামনা
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার আঙ্গারজুর এলাকা থেকে এক মানসিক প্রতিবন্ধি যুবক নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার বিকাল থেকে নিখোঁজ যুবক এমদাদ হোসেন টিপু (২৩) মানসিক প্রতিবন্ধি বলে জানিয়েছেন তার স্বজনরা। সে কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আলতাব হোসেনের পুত্র এবং ইউপি সদস্য আনোয়ার হোসেন কিরনের ভাতিজা।
তার পরিবারের সদস্যরা জানান, কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান এমদাদ হোসেন টিপু। সে সহজ-সরল ও মানসিক প্রতিবন্ধী। ঘর থেকে বেরিয়ে যাবার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট এবং হাফ শার্ট। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও গায়ের রঙ ফর্সা। অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে প্রস্তুতি নিচ্ছেন নিখোঁজ যুবকের স্বজনরা।
এদিকে, নিখোঁজ যুবকের সন্ধান কামনায় সকলের সহযোগিতা চেয়েছেন তাঁর স্বজনরা। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে তার চাচা ইউপি সদস্য আনোয়ার হোসেন কিরনের সাথে যোগাযোগের অনুরোধ জানান । মোবাইলঃ ০১৭৯৭১৬৮৩০৫, ০১৭৩৪৫২৫০৪৪