অনলাইন ব্যবসায় ঝুকছেন বিয়ানীবাজারের তরুন-তরুনীরা (ভিডিওসহ)

তোফায়েল আহমদঃ আগে কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হলে সুপার শপ বা দোকানে গিয়ে কিনতে হতো তবে এখন প্রযুক্তির যুগে পুরো বিশ্বে এ্যামাজন, আলীবাবা, ফ্লিপকার্ট, ই-বে ঘরে ঘরে পৌছে দিচ্ছে প্রয়োজনীয় দ্রব্যাদি। ওয়েবে থাকা এসব ভার্চুয়াল মাধ্যমগুলোকে বলা হয়ে থাকে ই-কমার্স। ডিজিটাল বাংলাদেশেও অনলাইন মাধ্যমে ইকমার্সভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যা দিনদিন বাড়ছে, তবে উল্লেখযোগ্য ইকমার্স সাইটগুলো হলো দারাজ, ইভ্যালী, পিকাবু, ফুডপান্ডা, চালডালসহ আরো অনেকে।
এসব ই-কমার্স সাইটগুলোকে অনুসরন করে বিয়ানীবাজাসহ আশেপাশের এলাকায় ফেসবুক পেইজে ব্যবসা শুরু করেছেন অনেকেই, সাড়াও পাচ্ছেন ব্যাপক। কেউবা অনলাইনে বেচাকেনা শুরু করেছেন বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হতে, কেউবা শখে, আবার কেউবা বাড়িতে তৈরি মুখোরোচক খাবার থেকে শুরু করে কাপড় বিক্রি শুরু করেছেন।
বসুদেব চক্রবর্তী প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তিনবছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখোনো বেকার তিনি অনেকটা বেকারত্ব ঘুচাতে চাকুরি খোঁজার পাশাপাশি বেছে নিয়েছেন অনলাইনে পুরুষের বিভিন্ন কাপড়ের বেচাকেনা। তিনি জানান, শুরুর পর থেকে অভুতপুর্ব সাড়া পাচ্ছেন, শুধু যে নিজ এলাকায় তা নয় আশেপাশের অনেক এলাকায় তারা পন্যের অর্ডার ডেলিভারি দেন কুরিয়ারের মাধ্যমে। অল্প পুজিতে শুরু করা ব্যবসা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আগামী ৬ মাসে ব্যবসাকে ই-কমার্স লেভেলে নিয়ে যেতে চান।
ইংরেজীতে অনার্স পড়ুয়া তাসনিয়া জাহান (২২) এই লকডাউনে বাড়িতে থাকতে থাকতে অনেকটা বোরিং সময় কাটাতে বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন হোম মেইড বিরিয়ানি এন্ড স্ন্যাকস নামের একটু ফুড ডেলিভারি প্রতিষ্ঠান, গত একমাসে সহস্রাধিক অর্ডার সার্ভ করেছেন বিয়ানীবাজার এবং আশেপাশের এলাকায়। এব্যাপারে তাসনিয়া জানান, অনার্স পড়ুয়া বন্ধু বদরুদ্দোজা চৌধুরী এবং মনজুর আহমদের প্রস্তাবে লকডাউনে মানুষকে কোয়ালিটি হোম মেইড খাবার দিতে অনেকটা শখের বসে আমাদের এই আয়োজন, তবে প্রথমে এটি শখ থেকে করলেও এখন প্রফেশনালি অনলাইনে এই ফুড সার্ভিস চালিয়ে যেতে চাই।
তাসনিয়ার সাথে একই সুরে তাদের স্বপ্নের কথা জানালেন তার দুই বন্ধু বদরুদ্দোজা চৌধুরী এবং মনজুর আহমদ। তাদের স্বপ্ন অনলাইনে ব্যবসার সাথে সংযুক্ত হয়ে উদ্দ্যোক্তা হওয়ার।
আবুল কাশেম (২৭) বয়সে তরুন, বিয়ানীবাজার অভিজাত মার্কেটে নিজের কাপড়ের দোকান। তিনি অফলাইনে দোকানের পাশাপাশি অনলাইনে দীর্ঘ এক বছর দেশের বিভিন্ন প্রান্তে পন্য বিক্রি করে আসছেন। প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, মাসে আনুমানিক এক থেকে দেড়লাখ টাকার পণ্য অনলাইনে বিক্রি করেছেন, যা থেকে যে ইনকাম হয় তা দোকানের থেকেও বেশী। তার কথায় ভালো পণ্য গ্রাহককে ডেলিভারি দিলে ব্যবসা আরো বাড়ানো সম্ভব।
এরকম করে অনেক তরুন-তরুনী এই সময়ে এসে ডিজিটাল বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোক্তা হওয়ার আহ্বানে অনলাইন ব্যবসায় ঝুকছেন যা আশাব্যাঞ্জক। তবে অনলাইনে কেনাকাটায় মানুষের বিশ্বাস ধরে রেখে সত্যিকারের ইকমার্স প্রতিষ্টা করা অনেকটা চ্যালেঞ্জ এমনটাই মনে করেন সচেতন মানুষ।