সিলেটে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি – সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর গ্রামীন ব্যাংক এর সামনে ট্রাক ও নাম্বার বিহীন অবৈধ পিকআপের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পথচারি এক মহিলা। নিহত মহিলা উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু নমশুদ্র পাড়া গ্রামের নিসি সরকারে স্ত্রী গীতা রাণী সরকার (৩৫)।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গীতা রাণী সরকার হরিপুর গ্রামীন ব্যাংক শাখা থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য মহাসড়কের ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় সিলেট থেকে আসা জাফলং মুখি ট্রাকের সাথে প্রতিযোগিতা করে আসা দ্রুতগামী নাম্বার বিহীন অবৈধ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গীতা রাণী সরকার। জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামীন ব্যাংক এর সামনে এ ঘটনা ঘটে। স্থানিয়রা দ্রুতগামী অবৈধ পিকআপটি আটক কতে পারেনি।
তামাবিল হাইওয়ে পুলিশে ফাঁড়ি ইনচার্জ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গীতা রাণী সরকারের মরদেহ উদ্বার করে সিলেটে ময়না তদন্তের জন্য প্রেরন করি, এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।