বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আরো ৩ জন করোনা পজিটিভ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দিনদিন যেনো বাড়তেই আছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার রাতে আরো ৩জন করোনা আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানান।

এই নিয়ে পুরো উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে।

নতুন করে আক্রান্তরা হলেন মোল্লাপুরের একই পরিবারের সুধাংশু চক্রবর্ত্তী (৮২) ও বিভা চক্রবর্ত্তী (৭০)। আক্রান্ত অন্য আরেকজন হলেন- বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত মাতৃছায়া ক্লিনিকের চেয়ারম্যান, মাথিউরা পূর্বপার গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪০)।

উল্লেখ্য, বিয়ানীবাজারে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৫১জন, মৃত্যুবরন করেছেন ১৯জন বাকীরা এখোনো চিকিৎসাধীন।

Back to top button