বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরসভায় ঘরে ঘরে করোনার উপসর্গযুক্ত রোগী ,টেস্ট করাচ্ছেন না ভয়ে!

মহসিন রনিঃ গত এপ্রিল মাসের ২৪ তারিখে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে প্রথম করোনার রোগী শনাক্ত হয়। গত ৫ মাসে উপজেলায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে বেড়েছে টেস্ট। তবে গত দুই সাপ্তাহ থেকে পৌরসভার বেশিরভাগ গ্রামেই করোনার উপসর্গ নিয়ে টেস্ট করাচ্ছেন না ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,গত দু সাপ্তাহ থেকে গলা ব্যাথা এবং জ্বরে ভুগছেন তিনি তবে করোনা কি না সেটা নিয়ে তিনি সন্দিহান।

“নো টেস্ট নো করোনা” এমনটা মনে করেছেন অনেকেই। তবে খোঁজ নিয়ে দেখা যায় পৌরসভার দাসগ্রামে একই পরিবারের অনেকেইর করোনার উপসর্গ রয়েছে তারা ভয়ে টেস্ট করাচ্ছেন না কিংবা হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন।

গলা ব্যাথা থেকে শুরু করে জ্বর নিয়ে অনেকেই বাজারে হরহামেশাই ঘুরাফেরা করছেন যার ফলে নিজের অজান্তেই অনেকেই শরীরে করোনা ভাইরাস নিয়ে ঘুরছেন। তবে বেশিরভাগ নিজে থেকেই আবার সুস্থ হয়ে যাচ্ছেন, ধারণা করা হচ্ছে যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে বৃদ্ধ কারো কাছে ভাইরাসটি ছড়িয়ে গেলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

তবে অদৃশ্য করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন অনেকেই তাদের উচিত নিদিষ্ট হাসপাতালে গিয়ে নমুনা জমা দেওয়া এবং নমুনা আসার আগ পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকা এমনটা মনে করছেন সচেতন মানুষেরা।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন, সুস্থ হয়েছেন ২৫১জন, মৃত্যু বরন করেছেন ১৯ জন এবং চিকিৎসাধীন আছেন আরো ৮৮ জন।

Back to top button