বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে যাত্রীবাহি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, আহত অনেকেই
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের আলীনগর ইউনিয়নের গাছতলা নামক স্থানে জকিগঞ্জগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি বাসটি ছিটকে গিয়ে খাদে পড়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭ ঘটিকায় দুর্ঘটনার ঘটনা ঘটে। এসময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহতের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছেন স্থানীয়রা। তবে আহতদের কারো পরিচয় নিশ্চিত করা যায়নি।