বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা থেকে সুস্থ হলেন ১৬ জন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে করোনা থেকে মুক্ত হলেন আরো ১৬ জন। আজ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানায়।

নতুন করে সুস্থ হওয়াদের মধ্য উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ এলাকার নূর উদ্দিন(৯৪), ঘুঙ্গাদিয়া গ্রামের জাকারিয়া আহমেদ(৩৪), বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের সিদ্দিকুর রহমান (২৭), কসবা গ্রামের মিসেস ফাতেমা বেগম(৬০), একই এলাকার জাহাঙ্গীর আলম(৩৬), তিলপাড়া ইউনিয়নের কামারকান্দি আবুল হাসান (৩৩), মাথিউরা এলাকার সাইবুল ইসলাম (৪৮), তিলপাড়া ইউনিয়নের শানেশ্বর গ্রামের রনজিত চন্দ্র (৪০), লাউতা ইউপির কালাইউরা গ্রামের ব্যাংকার কাউসার আহমদ, মোল্লাপুর লামাপাতন রফিক উদ্দিন (৭০), চারখাই ইউনিয়নের চক্রবানী ওলিউর রহমান (৪৮), একই এলাকার আফতাব আলী (৮৪), শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের মোঃ শাহাবুদ্দিন খান (৫৫), বিয়ানীবাজার থানার সজীব হাসান(৩৮), মোল্লাপুর ইউনিয়নের নিদনপুর এলাকার আমিনুল হক (৩২), একই এলাকার জাকিয়া সুলতানা (২০)।

এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় আক্রান্ত ৩৪৭ রোগীর মধ্যে সুস্থ হলেন ২৪৪ জন, মৃত্যুবরন করেছেন ১৮জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৮৫জন।

Back to top button