বিয়ানীবাজারে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদকের পিতৃবিয়োগ, বিএনপির শোক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের পিতা মাওলানা নাজমুল ইসলাম নুনু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………………… রাজিউন)। আজ সকালে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। আজ সোমবার রাত ৯টায় ছোটদেশ কেন্দ্রীয় মসজিদ মাঠে তাঁর নামাযের জানাযা অনুষ্ঠিত হবে জানিয়েছেন তাঁর পুত্র বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন।
এদিকে, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেনের পিতার ইন্তেকালে বিয়ানীবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক সভাপতি মোঃ নজমুল হোসেন পুতুল,সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ। এক শোকবার্তায় তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।