বঙ্গবন্ধু মুজিব নিয়ে গান লিখে নতুন অধ্যায় সৃষ্টি করলেন আতাউর রহমান-মেয়র আব্দুস শুকুর

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান এর “মুজিব ছাড়া বাংলাদেশের জন্ম হতো না” গানটির মোড়ক উন্মোচন হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে শোকের মাসে (৩ আগস্ট) গানটি রচিত হয়। গানটি উৎসর্গ করা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের গোলাবিয়া পাবলিক লাইব্রেরীতে গীতিকার আতাউর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর।
মেয়র আব্দুস শুকুর বলেন, মুজিব ছাড়া বাংলাদেশের জন্ম হতো না” গানের মোড়ক উন্মোচন করে গীতিকার নতুন অধ্যায় সৃষ্টি করলেন। গীতিকার আতাউর রহমান আমাদের পঞ্চখণ্ডের ঐতিহ্যের উত্তরাধিকার। তিনি বঙ্গবন্ধুর উপর গান লিখে বিয়ানীবাজারকে আলোকিত করেছেন। নিঃসন্দেহে গবেষণা করার মতো গান এটি।
অনুষ্ঠানে গীতিকার আতাউর রহমান বলেন, ‘আমি লেখালেখির মানুষ। আমি স্বাধীনতা দেখেছি। লিখি নিজের ভালোলাগা থেকেই। লিখা প্রকাশ পেলে ভালো লাগে, সেই সাথে দায়বদ্ধতাও বাড়ে। আমি লেখার সময় পাঠকের রুচি, চাহিদা, সৃজনশীলতা এবং ভালোলাগার বিষয়টি প্রকাশ করার চেষ্টা করি।’
এনএসনিউজটিভি’র নিউজরূম এডিটর কামরান আহমদের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সেক্রেটারি মিলাদ মো.জয়নুল ইসলাম, এনএসনিউজটিভি’র চেয়ারম্যান এম. এ. ওমর, গানের শিল্পী সুদীপ চক্রবর্তী, চ্যানেল এস রিপোর্টার ফয়সল মাহমুদ, তোফায়েল আহমদ, সিপার আহমদ পলাশ, এম.এ. মুকিত, এনএসনিউজটিভি’র গোপাল চন্দ্র দাস, শেখ ফরিদ, গ্রাফিক্স ডিজাইনার এমদাদুল হক, রূপক দাস, বিনাত তালুকদার, বেলাল আহমদ, প্রেজেন্টার আবু সালেহ মো. ইউসুফ-সহ লেখক, সাংবাদিকেরা।