বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাড়ছে করোনা, আরো ৫ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে পাগলা ঘোড়ার মতো বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, তবুও অদৃশ্য কারনে মানুষের মধ্যে নেই সচেতনতা। এভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে চরম ঝুঁকিতে পড়বে বিয়ানীবাজার উপজেলা।

শুক্রবার বিয়ানীবাজার উপজেলায় আরও ৪জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৭২ জনে। এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে, দুজন চারখাই ইউনিয়নের চক্রবানি গ্রামের এবং অন্য দুজনের একজন পৌরসভার খাসার ও একজন খাসাড়িপাড়া এলাকার।

নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে বলেও জানা গেছে।

এদিকে, এ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৭২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪ জন এবং সুস্থ হয়েছেন ১৮৫ জন।

Back to top button