বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারগামী রুপসী বাংলা ব্রিজের নিচে, গুরুতর আহত ৩

বিয়ানীবাজার টাইমসঃ ঢাকা থেকে বিয়ানীবাজারগামী রুপসী বাংলা বাস সুনাই নদীর ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা বেশীরভাগ যাত্রী আহত হলেও ৩ জনের অবস্থা আশংকাজনক জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় চান্দগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।
স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে বিয়ানীবাজারগামী বাসটি চান্দগ্রাম বাজার থেকে ব্রিজে উঠার মুহুর্তে মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়।