বড়লেখায় ভাতাভোগীদের ছিনিয়ে নেয়া বই ফেরৎ দিলেন ইউপি মেম্বার

আব্দুর রব॥ বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি মেম্বার বদরুল আহমদ অবশেষে ইউনিয়ন সমাজকর্মীকে লাঞ্ছিত করে ঈদের আগে ছিনিয়ে নেয়া ১৯৯টি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই ফেরৎ দিলেন। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয় ভাতাভোগীদের মধ্যে বইগুলো বিতরণ করেছে। তবে ইউপি মেম্বার ভাতার বই ছিনিয়ে নেয়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হন নিরীহ ভাতাভোগীরা।
জানা গেছে,২৭ জুলাই উত্তর শাহবাজপুর ইউপির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বই বিতরণ উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিস সভার আয়োজন করে। সভা শেষে উপকারভোগীদের মাঝে ভাতার বই বিতরণের এক পর্যায়ে ইউপি মেম্বার বদরুল আহমদ ইউনিয়ন সমাজকর্মীদের লাঞ্ছিত করে জোরপূর্বক ভাতাভোগীদের ২০২টি বই ছিনিয়ে নেন। এব্যাপারে ইউনিয়ন সমাজকর্মী সুমতি রানী দাস ইউপি মেম্বার বদরুল আহমদের বিরুদ্ধে থানায় জিডি করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘ভাতাভোগীদের বই বিতরণকালে হঠাৎ ইউপি মেম্বার বদরুল আহমদ সমাজকর্মী ও অফিস সহকারীকে লাঞ্ছিত করে বইগুলো ছিনিয়ে নেন। ২০২টি ভাতার বই ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়। ভাতার বই কেড়ে নেয়ায় ভুক্তভোগীরা ঈদের আগে টাকা উত্তোলন করতে পারেননি। অবশেষে তিনি ১৯৯টি বই ফেরৎ দিয়েছেন এবং বাকি ৩টি বই খোঁজে দেয়ার অঙ্গীকার করেছেন। প্রাপ্ত বইগুলো বুধবার ও বৃহস্পতিবার ভাতাভোগীদের মধ্যে বিতরণ করেছেন। এখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আর কোন সমস্যা নেই।