জুড়ী
জুড়ী উপজেলায় আরো ৪ জনের করোনা শনাক্ত

জুড়ী সংবাদদাতা- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রবিবার (৯ আগস্ট) রাতে তাদের ফলাফল পজেটিভ আসে। তাদের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী এবং অপর দুইজন গোবিন্দপুর ও নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
এ নিয়ে জুড়ীতে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে একজন সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন এবং অপরজন বড়লেখায় পুত্রের বাসায় আইসোলেশনে থাকাবস্থায় মারা যান।
এছাড়াও সিলেটে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে চার জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে ডাঃ শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।