বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক:: বিয়ানীবাজার পৌর শহরে স্বাস্থ্যবিধি ও কোন প্রকার শারীরিক দূরত্ব মানছেন না সাধারন মানুষ। নিয়ম-নীতির কোনো বালাই নেই। বেশির ভাগ মানুষ করোনা বিষয়ে সচেতন নয়। আর যারা সচেতন তারাও মানছেন না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ মানুষের মধ্যে করোনা আতঙ্কের ছিটেফোঁটাও নেই। পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী, গাড়ীচালক বা যাত্রী বেশিরভাগের মুখেই নেই মাস্ক। কেউই মানছেন না সামাজিক দূরত্ব।

সরেজমিন বুধবার বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় কোনরকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পৌরশহরে অবাধে চলাফেরা করছেন সাধারণ মানুষ। একসাথে জটলা পাকিয়ে গল্পগুজব, আড্ডা সবই চলছে নিয়মিত। দোকানে হুড়োহুড়ি করে ঢুকছেন ক্রেতারা, এ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।

পৌর শহরের ব্যবসায়ী সরওয়ার হোসেন বলেন, মানুষ যেভাবে চলাফেরা করছে তাতে বিয়ানীবাজার করোনার প্রবল ঝুঁকিতে রয়েছে।মানুষজন যে হারে চলাফেরা করছে মনে হচ্ছে বিয়ানীবাজার থেকে করোনা উদাও হয়ে গেছে।করোনা নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানতে হবে।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আবু ইসহাক আজাদ বলেন, করোনার সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাহিরে বের হলে বাধ্যতামূলক মাস্ক পরা
এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

Back to top button