কোরবানির পশুর চামড়ার বাজারে ধ্বস, হতাশ এতিমখানার দায়িত্বশীলরা
আহমেদ ইফতেখার:: অনেকটা নামমাত্র মূল্যে বিক্রি হয়েছে এবারের কোরবানির পশুর চামড়া। এতে বঞ্চিত হয়েছে দাবিদার দুস্থ ও এতিমখানার মতো ধর্মীয় প্রতিষ্টানগুলো। কোরবানির পশুর চামড়া বিক্রি করে প্রাপ্ত অর্থ ও বিত্তবানদের সহযোগিতায় মূলত এতিমখানাগুলো পরিচালিত হয়। তবে এবার এতিমখানার পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে সঠিক মূল্য না পাওয়া ও নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এসব প্রতিষ্টানের দায়িত্বশীলরা।
প্রতিবছর ঈদ উল আযহার দিন বাড়ি বাড়ি গিয়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে এতিমখানার ছাত্ররা। তারপর সেই চামড়াগুলো বিক্রি করে প্রাপ্ত আয় জমা করা হয় এতিমখানার ফান্ডে। পরে সেই অর্থ ব্যবহার করা হয় এতিমখানার ছাত্রদের খাদ্য, পোশাক এবং পড়ালেখায়। কিন্তু বিগত কয়েকবছর থেকে চামড়ার দাম কমে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছে এতিমখানাগুলো। পরিচালকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
সরকার নির্ধারিত চামড়ার দাম অনুযায়ী একটি গরুর চামড়া যেখানে দেড় হাজার থেকে দুই হাজার হওয়ার কথা সেখানে প্রতিটি পশুর চামড়ার দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। আবার অনেকে সেই মূল্যও দিতে নারাজ।বলছেন ফ্রি দেন নইলে নদীতে ফেলে দেন।
এদিকে চামড়ার বাজার ধ্বস ও মূল্য কম হওয়ায় আলেম সমাজ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অনেক আলেম বলেছেন, চামড়ার বাজার দর না থাকায় এতিমখানা মাদরাসায় আর্থিক সংকট দেখা দিয়েছে।
এব্যাপারে লাউতা ইউনিয়নের বারইগ্রামের নজরুল ইসলাম জানান, সাধারনত প্রতিবছর কোনো মাদ্রাসা বা এতিমখানা থেকে চামড়া নিতে আসেন কিন্তু এবার চামড়া নিতে কেউ আসেননি। তাই স্থানীয় ব্যবসায়ীকে ১০০টাকা দরে চামড়া বিক্রি করতে হয়েছে।
মানুষের সহযোগিতা ও চামড়া বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে এতিমখানা মাদ্রাসা পরিচালিত বিয়ানীবাজারের জলঢুপ দক্ষিণ পাহাড়িয়া বহর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল শিহাব উদ্দিন জানান, আমরা এবছর ১৯০টা পশুর চামড়া সংগ্রহ করেছি। কিন্তু সেগুলো বিক্রি হয়েছে মাত্র ১৯ হাজার টাকা।অথচ চামড়াগুলো প্রায় ৫০ থেকে ৭০ হাজার বিক্রি হওয়ার কথা ছিলো। এতিমখানা কিভাবে চালাবো এ নিয়ে দুশ্চিন্তায় আছি।
তিনি আরও বলেন, এছাড়া এলাকার দুস্থরা চামড়ার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি চামড়ার মূল্য ধসরোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।