কিডনী রোগে আক্রান্ত বিয়ানীবাজারের সিএনজি চালকের জীবন বাঁচাতে এগিয়ে আসুন
আহমেদ ইফতেখার: সিলেটের বিয়ানীবাজারে উপজেলার জলডুপ গ্রামের বাসিন্দা ফখর উদ্দিন (৪৮) । পেশায় একজন সিএনজি চালক।জীবনের মাঝ পথে এসে থমকে গেছে তার জীবনের চাকা। প্রাণচঞ্চল ফখর উদ্দিনের জীবনের আলো নিভু নিভু করছে। মুমূর্ষ অবস্থায় বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন তিনি। শরীরের অতি প্রয়োজনীয় দুটি অঙ্গ হচ্ছে কিডনী। যে অঙ্গ দুটি বিকল হলে মানুষ বাঁচে না।সেই অতি প্রয়োজনীয় দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে ফখর উদ্দিনের।এমন অবস্থায় বাঁচার উপায় দুটি। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করানো বা নতুন কিডনি প্রতিস্থাপন।যার দুটিই ব্যয়বহুল।
চিকিৎসকেরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনে প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতায় ফখর উদ্দীনের পরিবারের কিডনী প্রতিস্থাপন করার সামর্থ্য নেই এজন্য রোগীকে বাঁচাতে প্রতিনিয়ত ডায়ালাইসিস করতে হচ্ছে চিকিৎসকদের। এটাও অনেক ব্যয়বহুল। ইতিমধ্যে ডায়ালাইসিস করানো সহ আনুষঙ্গিক সব মিলিয়ে ৪লক্ষ টাকার অধিক খরচ হয়েছে।দিন যতোই যাচ্ছে অসহায় ফখর উদ্দিন এর বাঁচার আশা ততোই ক্ষীণ হচ্ছে।
জানা গেছে, ফখর উদ্দীনের একমাত্র ছেলে এখনো উপার্জনক্ষম না হওয়ায় আত্নীয়স্বজনরাই তার চিকিৎসার ব্যয়ভার বহন করে আসছেন। কিন্তু তাদের পক্ষে এখন ফখর উদ্দীনের চিকিৎসা খরচ চালানো অনেকটাই অসম্ভব। এজন্য তারা ফখরুলকে বাঁচাতে বিয়ানীবাজার উপজেলাসহ দেশসবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন।
তাই ফখরুলের জীবন বাঁচাতে এ্রখন সমাজের সহৃদয়বান বিত্তশালীদের সহযোগিতার প্রয়োজন।সমাজের ধনাঢ্য হৃদয়বান মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ফখরুলের দরিদ্র পরিবার ও সচেতন মহল। একটু সহানুভূতি বাঁচতে পারে তাঁর প্রাণ।
সাহায্য যেভাবে পাঠাবেন::
বিকাশ : 01727676632
ব্যাংক একাউন্ট নাম্বার :28650, ইসলামি ব্যাংক বিয়ানীবাজার ব্রাঞ্চ