জকিগঞ্জে বাস খাদে, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আহত ৫

জকিগঞ্জ প্রতিনিধি-সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসগাড়ী দুর্ঘটনার শিকার হয়েছে। এতে গাড়ীতে থাকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দু্ল মুতালিবসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে জকিগঞ্জের ফলাহাট এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে জকিগঞ্জগামী বাসগাড়ীটি ফলাহাট ব্রীজর মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পতিত জমিতে পড়ে যায়।
অদক্ষ চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পৌর মেয়র হাজী মো: খলিল উদ্দিন জানান, দুর্ঘটনায় ডেপুটি কমান্ডার আব্দুল মুতালিবের মাথা ফেটে গেছে। তিনি ঘাড়, অাঙ্গুল, পাসহ শরীরের নানা স্থানে আঘাত পেয়েছেন। আহৎরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জকিগঞ্জ থানার এসআই সম্রাজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।