গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃগোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হল, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের এওলাটিকর গ্রামের মঈন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান কাবুল ও মুহিবুর রহমান জাফরুল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি কাবুলের বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও শাহপরান থানায় দুটি মামলা ও জাফরুলের বিরুদ্ধে শাহপরান থানা ও দায়রা জজ আদালত দুটি মামলা রয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button