বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দোকানের লোভেই মালিককে হত্যা করে কর্মচারি, ১১ মাস পর কঙ্কাল উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে নিখোঁজের প্রায় ১১ মাস পর এক ব্যবসায়ীর কংঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত নিহত ব্যবসায়ীর কর্মচারিকে এর আগে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে একই এলাকার গাছবাড়ি এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির কংকাল উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যবসায়ীর নাম কামাল হোসেন (৪০)। তিনি উপজেলার চারখাই বাজারের ব্যবসা করতেন। তার বাড়ি চারখাই এলাকার আদিনাবাদ গ্রামে।

জানা যায়, ব্যবসায়ী কামাল হোসন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে গত বছরের আগস্টে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল। তবে তাঁর কোন সন্ধান না পাওয়ায় ব্যবসায়ীর ভাই থানায় নিয়ািমত মামলা করেন। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নের্তৃত্ব বিয়ানীবাজার থানার ওসি তদন্ত জাহিদুল হকসহ এ মামলার তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে দোকান কর্মচারি জকিগঞ্জ উপজেলার আমির আলী ব্যবসায়ী নিখোঁজ ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে আমির আলীও পলাতক ছিল।

পুলিশ জানায়, মুলত ব্যবসায় থাকা টাকা ও মালামাল আত্নসাৎ করতে সাথীদের নিয়ে নিজের মালিককে হত্যা করে দোকানের কর্মচারি। গত বছর সে নিহত ব্যবসায়ীর দোকানে কর্মচারি থাকা অবস্থায় মালামাল চুরি করার ঘটনা মালিকের কাছে ধরা পড়ে, বিষয়টি নিয়ে মালিকের সাথে তার মনোমালিন্যও হয়। এরপর থেকেই মালিককে হত্যা করার পরিকল্পনা করে এ কর্মচারি। ব্যবসায়ী কামাল হোসেনের নিখোঁজ ঘটনায় রহস্য উদঘাটন করতে সোমবার দোকানের কর্মচারি আমির আলীকে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। তাকে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় থানা পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে চারখাই কনকলস এলাকার নির্জন কামাল হোসেনের বাড়ির ডোবা থেকে তাঁর কংঙ্কাল উদ্ধার করা হয়।

তবে যে বাড়ির পুকুর পাড় থেকে কংকাল উদ্ধার করা হয় ওই বাড়িটি নিহত কামাল হোসেনের। এখানে তারা কেউ বসবাস করেননা।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্তে দোকান কর্মচারি আমির উদ্দিন সন্দিহান ছিলো। কিন্তু ব্যবসায়ী নিখোঁজের কয়েকদিন পর সে পালিয়ে যায়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে তাঁর জড়িত থাকার প্রমান পেলে তাকে গ্রেফতারে পুলিশ অভিযানে নামে। প্রযুক্তির সাহায্য তাকে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে সে হত্যায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।

Back to top button