বড়লেখা
বড়লেখার ৩ জনসহ মৌলভীবাজারে আরও ৩৫ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলায় চলতি মাসের ১ এবং ২ তারিখের প্রেরণকৃত নমুনায় নতুন করে আরো ৩৫ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
রোববার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্যতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুনদের মধ্যে সদরে ১২ জন, রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ৭ জন, জুড়ীতে ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন এবং বড়লেখায় ৩ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৭ জনে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৭৭ জন, মারা গেছেন ৪ জন।