বড়লেখা

বড়লেখায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৪১ শতাংশ

আশফাক জুনেদ:: মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪১ দশমিক ৮২ ভাগ রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্য বিভাগ বলছে, উপজেলায় সুস্থতার হার সন্তোষজনক।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,উপজেলায় মোট ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন।সেই হিসাবে বড়লেখায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৪১ দশমিক ৮২ ভাগ।তবে উপজেলায় এখনো কোন মৃত্যৃ নেই। বর্তমানে ৩৫ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়া রোগীরা বেশিরভাগ বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সূত্রটি জানায়, উপজেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। প্রথম শনাক্ত হওয়া ওই ব্যক্তি সিলেট শামসুদ্দিন হাসপাতালে থেকে করোনায় আক্রান্ত হন। প্রথম আক্রান্ত হওয়া ওই যুবকের করোনা শনাক্ত হওয়ার পরদিন এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর করোনা শনাক্ত হয়।এরপর ধীরে ধীরে উপজেলায় করেনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। উপজেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরত্নদ্বীপ বিশ্বাস জানান, বড়লেখায় এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে ২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।আক্রান্তের তুলনায় উপজেলায় করোনা ভাইরাসে সুস্থতার হার সন্তোষজনক।

Back to top button