গোলাপগঞ্জ
করোনায় মারা গেলেন গোলাপগঞ্জের বৃদ্ধ
নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিনি সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিষয়টি আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
জানা গেছে, মৃত বৃদ্ধ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন্দ গ্রামের মসরু উদ্দিন (৭০)। তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। গত ২৪ জুন রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১৩২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৭ জন।