বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিদেশী মদসহ গ্রেপ্তার ১
বিয়ানীবাজার টাইমস ডেস্ক-সিলেটের বিয়ানীবাজারে বিদেশী ২৪ বোতল অফিসার্স চয়েজ মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৭ জুন) রাত ৯টা ২০ মিনিটে বিয়ানীবাজার থানাধীন পূর্ব ঘুঙ্গাদীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফজলুর রহমান (৪৮) সিলেটের বিয়ানীবাজারের পূর্ব ঘুঙ্গাদীয়া গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় মামলা দায়ের পূর্বক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।