বড়লেখা

ডাঃরাকিব হত্যার বিচারের দাবিতে বড়লেখায় মানববন্ধন

বড়লেখা প্রতিনিধিঃবাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ বিএমএর আজীবন সদস্য ডাক্তার আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখা।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খুলনায় কর্মক্ষেত্রে রোগীর স্বজনদের হাতে নিহত ডা. মোহাম্মদ আব্দুর রকিব খান স্মরণে কেন্দ্রীয় বিএমএর কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে বিএমএ, বড়লেখা উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীর দ্রুত ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান। তা না হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানায় তারা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার, ডা. শারমীন আক্তার প্রমুখ।

Back to top button