বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রশাসনকে না জানিয়ে করোনায় মৃত নারীকে স্বজনরা দাফন করলেন!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত মহিলা সিলেটে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার চারখাই ইউপির আদিনাবাদ এলাকার বৃদ্ধা রেজিয়া খানম (৬৫)। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় সিলেট নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দাফন করার কথা থাকলেও এব্যাপারে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সকে না জানিয়ে করোনা আক্রান্ত এ বৃদ্ধাকে দাফন করেন তার স্বজনরা।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১১ জুন বৃহস্পতিবার রেজিয়া খানম করোনার উপসর্গ নিয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা দিয়ে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয় এবং চিকিৎসা চলে। রোগীর বাড়ি বিয়ানীবাজার হলেও হাসপাতালে তার ঠিকানা উপশহর দেয়া হয়। এ কারণে বিয়ানীবাজারে রিপোর্টে আসেনি।

এদিকে, মঙ্গলবারদিবাগত রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া খানম ইন্তেকাল করেন। বুধবার (২৪জুন) সকালে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর আনুমানিক ১১ টায় রোগীর স্বজনরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রশাসনকে না জানিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, স্থানীয় কোনো সচেতন মহল বা জনপ্রতিনিধিও এ বিষয় তাদেরকে জানাননি পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগের নজরে আসলে ঐ এলাকায় স্বাস্থ্য সহকারীকে রোগীর বাড়িতে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হয় এবং তাঁর সংস্পর্শে আসা সন্দেহভাজনদের নমুনা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে

উল্লেখ্য, রেজিয়া বেগমসহ বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ৫৬ জন।

Back to top button