বড়লেখায় যেনো পাগলা ঘোড়ার মতো ছুটছে করোনাভাইরাস!
আশফাক জুনেদ,বড়লেখাঃ বড়লেখায় যেনো পাগলা ঘোড়ার মতো ছুটছে করোনাভাইরাস। সোমবার উপজেলায় একদিনে সর্বোচ্চ ১১ জনের করোনা শনাক্তের পর মঙ্গলবার নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।প্রায় প্রতিদিন একের পর এক করোনার এমন ভয়াল থাবায় দিশেহারা করে দিচ্ছে বড়লেখাবাসীকে।
হাসপাতাল সুত্রে জানা যায়,মঙ্গলবার বড়লেখায় নতুন করে একই পরিবারের তিন জন সহ মোট পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্ত ৩ জন নারী ও দুই জন পুরুষ।তাদের বাড়ি উপজেলার মুছেগুল ও মুড়িরগুল এলাকায়।নতুন শনাক্ত ৫ জনের নমুনা ১৩ জুন পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, বড়লেখায় নতুন করে পাঁচ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।মঙ্গলবার তাদের করোনা শনাক্তের রিপোর্ট আসে। গত ১৩ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল।আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাসা-বাড়ি ইতিমধ্যে লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য,গত ২৫ এপ্রিল বড়লেখার কাসেমনগর এলাকায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সে হিসেবে সংক্রামনের ৬০ তম দিনে মোট করোনা শনাক্ত রোগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। তাদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে উঠেছেন।