বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে প্রেরিত সব শেষ ৬২ টিতে ৫৭ নেগেটিভ!

আহমেদ ইফতেখার- বিয়ানীবাজারে প্রতিদিন করোনা ভাইরাসের নতুন নতুন নমুনা সংগ্রহ করা হচ্ছে। এতে নেগেটিভের সাথে পজেটিভের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ প্রেরিত ৬২ টি নমুনার মধ্যে ৫৭ টি নমুনা নেগেটিভ এসেছে যা কিছুটা হলেও স্বস্থির। গত ২৪ এপ্রিল প্রথম করোনা রোগী সনাক্তের পর থেকে প্রায় দুই মাসের মাথায় সেই সংখ্যা বেড়েই চলছে।

গত ৬ জুন (শনিবার) সন্দেহভাজন ৬২ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানীর  ল্যাবে প্রেরন করা হলে আজ বুধবার (১৭ জুন) ৫৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, যাদের নমুনা প্রেরণ করা হয়েছিলো, তাদের মধ্যে ৪০জন বিভিন্ন করোনা রোগীর সংস্পর্শে ছিলেন, ৯ জন্য বিভিন্ন জেলা থেকে আগত এবং বাকি ১০জন ছিলেন করোনার উপসর্গযুক্ত। ফলাফল আসার আগ পর্যন্ত সবাই হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

Back to top button