বড়লেখা

বড়লেখায় ৮ দিনে ৮ জন করোনা রোগী শনাক্ত

আশফাক জুনেদ,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। গত ৭ জুন ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত এ দুইজনের মধ্যে একজন উপজেলার পাখিয়ালা(১৮) এবং অপরজন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া (২৮) এলাকার। তাঁরা দুইজনই বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন।
এনিয়ে গত ৮ দিনে বড়লেখায় ৮ জন করোনা রোগী শনাক্ত হলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় প্রথম করোনা রোগী ধরা পড়ে ২০ এপ্রিল। এর পর থেকেই ধীরে ধীরে সংক্রমণ বাড়লেও গেল ৮ দিনে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১জুন) এক স্বাস্থ্য-কর্মীসহ ৪ জন, শনিবার ২ জন এবং মঙ্গলবার আরো ২ জন পুরুষ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এদের মধ্যে থেকে ৩ চিকিৎসকসহ ৬ জন করোনামুক্ত হয়েছেন। বাকিরা হোম আসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন শনাক্ত এ দুইজনের নমুনা গত ৭ তারিখে ল্যাবে পাঠানো হয়েছিলো।আজ তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এনিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে।করোনা পজিটিভ প্রতিবেদন পাওয়ার পরপরই দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে।

Back to top button