যৌন হয়রানির অভিযোগ উঠা সেই ডাক্তার জোবায়েরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার চারখাইয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে মহিলাকে যৌন হয়রানির অভিযোগে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ জুন) বিকালে স্থানীয় এক কিশোরীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এই অভিযোগ শুনে উত্তেজিত স্থানীয়রা ডাক্তারকে অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
স্থানীয়দের সাথে এবং অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার চারখাইয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এই চিকিৎসক। গত সোমবার তার কাছে স্থানীয় এক তরুণী তার মা ও শাশুড়িকে নিয়ে চিকিৎসা নিতে গেলে ডা. জোবায়ের চেকআপের নামে তরুণীকে যৌন হয়রানি করেন। তখন ওই তরুণী চিৎকার করে চেম্বার থেকে বেরিয়ে আসেন এবং তার মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তরুণীর স্বজন ও স্থানীয়রা গিয়ে ডা. জোবায়েরকে তার চেম্বারে অবরুদ্ধ করে রাখেন।
এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে চারখাই ফাঁড়ি পুলিশ ও পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতার দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ ডা. জোবায়ের আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে নির্যাতিত ওই তরুণী ডা. জোবায়েরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুল হক বলেন, যৌন হয়রানি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডা. জোবায়েরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।