বিয়ানীবাজারে রেডজোন চিহ্নিত, দেখে নিন ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কারা কোন জোনে
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার পৌরসভা এবং ইউনিয়নগুলোকে রেড, ইয়েলো এবং গ্রীণ জোন সনাক্ত করার কাজ শেষ পর্যায়ে। মঙ্গলবার সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্টিত বৈঠকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রস্তাবনা ও করোনা রোগীর সংখ্যা বিবেচনায় নিয়ে জোনাল এলাকা চিহ্নিত করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌর এলাকার ওয়ার্ডগুলোকে বিভিন্ন জোন ভাগ করা হয়েছে। পৌর এলাকার মধ্যে ২নং (কসবা চালিকোনা, শ্রীধরা ও নবাং) ও ৩নং ওয়ার্ড (কসবা ও খাসার একাংশ) রেডজোনে চিহ্নিত করা হয়েছে। তবে সাময়ের সাথে সাথে পুরো পৌর এলাকাকে রেড জোনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হবে।
এছাড়াও উপজেলার আলীনগর, চারখাই, কুড়ারবাজার, মুড়িয়া ও তিলপাড়া ইউনিয়ন ইয়েলো জোনে রাখা হয়েছে। লাউতা, মুল্লাপুর, মাথিউরা, দুবাগ ও শেওলা ইউনিয়নকে গ্রীণ জোনে স্থান দেয়া হয়েছে।