বড়লেখায় করোনা জয় করলেন তিন চিকিৎসক
আশফাক জুনেদ,বড়লেখা:করোনা জয় করলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিন চিকিৎসক।করোরা জয় করার পর বিশ্রাম নিয়ে শিগ্রই কাজে যোগদান করবেন তারা।গত ২১ মে তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর হাসপাতাল কোয়ার্টারে আইসোলোশনে থেকে চিকিৎসা নিয়ে তারা গত ১১ জুন করোনামুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস।
হাসপাতাল সুত্রে জানা যায়, আক্রান্ত তিন চিকিৎসকের করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিলো না।হাসপাতালের এক ওয়ার্ড বয়ের করোনা শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে যারা এসেছিলেন তারাও আক্রান্ত হতে পারেন সন্দেহে চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।পরে তা পরিক্ষার জন্য ল্যাবে প্রেরন করা হয়।এরপর গত ২১ মে ওই তিন চিকিৎসকের করোনা পজিটিভ আসে।করোনা শনাক্ত হওয়ার পর তাদের হাসপাতাল কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়।সেখানে থেকে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ, গরম পানি পান ও গড়গড়া কুলি করার ফলে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার বিকালে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন।মানুষকে সেবা দিতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন।বর্তমানে তারা সুস্থ হয়ে উঠেছেন।হাসপাতাল কোয়ার্টারে আইসোলেশনে থেকে নিয়মিত গরম পানি পান ও গড়গড়া কুলি করেন তারা।এছাড়া পুষ্টিকর খাবার ও ভিটামিস সি সমৃদ্ধ ফুলমূল খেয়েছেন। যার ফলে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।
এছাড়া তিন চিকিৎসক বিশ্রাম নিয়ে শিগ্রই তারা কাজে যোগদান করবেন বলেও জানান তিনি।