বড়লেখা

বড়লেখায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে এক স্বাস্থকর্মীসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১জুন) ঢাকা থেকে পাওয়া রিপোর্টে তাদের করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ ।এদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন,বড়লেখায় নতুন করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী তিনি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। বাকি তিনজন উপজেলার মুছেগুল, গল্লাসাঙ্গন ও সুজানগর এলাকার।তাদেরকে বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।তাদের প্রত্যেকেরই করোনার মৃদু উপসর্গ রয়েছে।

Back to top button