বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারের আজ আরো ৪ জন করোনা রোগী সনাক্ত ,মোট সনাক্ত ২৩
নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজার এখন প্রতিদিন বেড়েই চলছে করোনা ভাইরাসের রোগী গতকাল সে সংখ্যা ছিল ১৯ আজ আরো ৪ জনের পজেটিবের সংবাদে সেই সংখ্যা ২৩ জনে গিয়ে দাড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন পৌর শহরের ও বাকিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
নতুন আক্রান্ত ৪ জন হলেন তারেক আহমদ(২৫)বেজগ্রাম,আংগুরা বানু(৫৫)আদিনাবাদ,চারখাই। কালিপদ সরকার(৫৮)=চারখাই,কপু মিয়া(২১)=কলেজ রোড,বিয়ানীবাজার।