বড়লেখায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩
আশফাক জুনেদ,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃরত্নদ্বীপ বিশ্বাস।
ঢাকার ন্যাশনাল ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই দুই ব্যক্তি করোনা পজিটিভ বলে জানা যায়। আক্রান্ত দুইজন স্বামী ও স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মে করোনা সন্দেহে বড়লেখা উপজেলার কয়েকজনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ল্যাবে পাঠানো হয়। শুক্রবার ( ৫জুন) বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বড়লেখায় নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।তারা বাসায় হোম আইসোলেশনে আছেন।তাদের বাড়ি ইতিমধ্যে লকডাউন করা হয়েছে।এ নিয়ে বড়লেখায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।