বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ৩ বছরে জমানো নিজের টাকা কীটের জন্য দান করলো ৬ বছর বয়সী শিশু
বিয়ানীবাজার টাইমসঃ বাবা-মা ও আত্নীয় স্বজন থেকে পাওয়া টাকা ৩ বছর থেকে জমাচ্ছিলো ৬ বছরের শিশু সাদাত এবাদ। তবে করোনা মহামারিতে নিজের জমানো সেই টাকা করোনা সনাক্তকরন কীটের জন্য দান করলো সে। সাদাত এবাদ বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ এর একমাত্র ছেলে।
সে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ২০০ কিট এর সমমূল্য ৬ হাজার টাকা দান করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের ব্যক্তিগত কার্যালয়ে সে নিজ হাতে হস্তান্তর করে।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ, আহ্মেদ রুমেল প্রমুখ।
এ সময় মেয়র আব্দুস শুকুর বলেন,ছয় বছর বয়সে সাদাত এবাদের এই মহত্ত্ব উদ্যোগে আমাকে অনুপ্রাণিত করেছে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।