বড়লেখায় করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধির সাথে বাড়ছে ঝুঁকি
আশফাক জুনেদ,বড়লেখা::করোনার সংক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা।
এখন পর্যন্ত এ উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩ চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার পর গতকাল রুপালী ব্যাংকের এক কর্মকর্তার করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,এখন পর্যন্ত বড়লেখায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এদের মধ্যে বড়লেখা পৌর শহরে করোনা আক্রান্ত ৪ জন।এছাড়া পৌরসভার বাহিরে দক্ষিনভাগ ইউনিয়নে ২ জন, দক্ষিন শাহবাজপুর ইউনিয়নে ১ জন ও দাসের বাজার ইউনিয়নে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।ইতিমধ্যে হাসপাতাল থেকে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও ৩ জন সুস্থ হওয়ার পথে।
এ পর্যন্ত বড়লেখায় ২২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।তাদের মধ্যে ২২০ জনের রিপোর্ট এসেছে এবং বাকি ৮ জনের রিপোর্ট এখনো আসেনি।২২০ জনের মধ্যে ২১৩ টি রিপোর্ট নেগেটিভ ও ৭ টি রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে বড়লেখায় করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধির ফলে শঙ্কিত হয়ে পড়েছেন উপজেলার সচেতন মহল।প্রথমদিকে উপজেলায় সরকারি বিধি নিষেধ জনসাধারণ মানলেও সম্প্রতি সময়ে লকডাউন কিছুটা শিথিল করা হলে বড়লেখায় দৈনন্দিন কার্যক্রম অনেকটা স্বাভাবিক হওয়ায় করোনার ঝুঁকির মধ্যে রয়েছেন উপজেলাবাসী। বিশেষ করে ঈদকে সামনে রেখে উপজেলার প্রতিটি বাজারে জনসমাগম ব্যাপক হারে বেড়েছে। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারী নির্দেশনা মানছেন না। কাপড়ের দোকানগুলোতে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।এতে করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা ও ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ থাকলেও শত শত অটোরিক্সা সিএনজি গাড়ী আগের মতো অবাধে চলছে।
বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও সাধারণ মানুষেরা স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দুরত্ব না মেনে অবাধে চলাফেরা করার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও।চিকিৎসক ও সচেতন মহলের অনেকেই এমন পরিস্থিতিতে বড়লেখার মানুষ সচেতন না হলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন।
বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলু বলেন,বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এই মুহুর্তে করোনার প্রবল ঝুঁকির মধ্যে আমরা। বতর্মান এমন পরিস্থিতির মধ্যেও বড়লেখায় যেভাবে ঈদ শপিং করা ও বাজার হাট খোলা রাখা হয়েছে তাতে আমি বড়লেখার আগামী দিনের করোনা পরিস্থিতি নিয়ে বিষণ শঙ্কিত।
পল্লিচিকিৎসক মেঘনাত রোদ্র পাল বলেন,বড়লেখায় করোনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।তাই এই মুহুর্তে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে।মনে রাখতে হবে করোনাভাইরাসের কোন প্রতিষেধক এখনো বের হয় নি।এখন এর একমাত্র প্রতিষেধক ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।বাহিরে বের হলে মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরে বের হওয়া।বাড়ি ফিরার পর সাবান দিয়ে ভালো করে হাত ও মুখ ধৌত করা।আমাদের সচেতনতাই আমাদের রক্ষা করবে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃরত্নদ্বীপ বিশ্বাস বলেন,অন্যান্য এলাকার ন্যায় বড়লেখায় এখনো আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম।তবে মানুষজন সচেতন ও স্বাস্থ্যবিধি না মানলে করোনার ব্যাপক ঝুঁকি রয়েছে বড়লেখায়।