বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ফুটপাতে করোনাকে ডাকছে মানুষ নাকি মানুষকে ডাকছে করোনা?

মহসিন রনি- শিরোনাম দেখে চমকে উঠবেন যে কেউ বিয়ানীবাজার তার আগের রূপ ফিরে পেয়েছে। দিনের আলোতে এখন ঘা ঘষে চলছে ঈদের কেনাকাটা কেউ মানছে না সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। ফুটপাতে ভ্যান নিয়ে কাপড় সাজিয়ে ছোট খাটো শপিং মহল নিয়ে বসেছেন খুচরা বিক্রেতারা। এসবের মধ্যেও অভিযোগ দিগুন দামে বিক্রির অভিযোগ ও পাওয়া গেছে।

একজন ভ্যান চালক তার বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসে জানান, ঈদের সময় বাচ্চাদের আবদার মেটাতে বাজারে এসেছেন তবে চওড়া দামে এই কাপড় কেনা তাদের সম্ভব না।

ফুটপাতের ব্যাবসায়ীদের সাথে আলাপ কালে তারা জানান, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধির কথা ক্রেতাদের বলা হলেও কেউ মানছেন না সেই নির্দেশনা।

তবে ক্রেতাদের উপর দোষ দিয়ে বিষয়টি এড়িয়ে গেলেও সামাজিক দুরত্ব নিশ্চিতে কোনো উদ্যোগই নেয় নি ফুটপাতের ব্যাবসায়ীরা।

এদিকে বিয়ানীবাজারে ৫ জন সুস্থ হয়েছেন একজনের মৃত্যু হয়েছে। তবে প্রতিদিন নতুন নতুন নমুনা সংগ্রহ বাড়ছে ঝুঁকি। পাশ্ববর্তী উপজেলা গুলো যেখানে করোনা ছোবলে দিশেহারা তখন বিয়ানীবাজারে দিব্যি চলছে ফুটপাতে ঈদের কেনাকাটা।

Back to top button