বিয়ানীবাজার সংবাদ

লাউতা ইউনিয়নের অসহায়দের এবার উপহার দিলেন ভাইস-চেয়ারম্যান জামাল হোসেন

বিয়ানীবাজার টাইমসঃ করোনা ভাইরাস প্রর্দুভাবের কারণে বিয়ানীবাজারে কর্মহীন অসহায় মানুষদের উপহার সামগ্রী বিতরন অব্যহত রেখেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। ইতোমধ্যে তিনি উপজেলার বাকী ৯টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

তারই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) দুপুর ২টায় লাউতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। লাউতা ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও শিক্ষক ও ধারাভাষ্যকার ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য আহমদ হোসেন স্বপন, সাংবাদিক শাহিন আলম হৃদয়, উপজেলা ছাত্রলীগ নেতা কে, এইচ সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান কবির আহমদ, আব্দুর রকিব, আওয়ামী নেতা আছার উদ্দিন, বদরুল হক, মুহিবুর রহমান, যুবলীগ নেতা ইকবাল আহমদ একন, আলী আসকার, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাসান রায়হান, রুমেল আহমদ, মারজান উদ্দিন, ইমাদ আহমদ ও সোহাগ আহমদ প্রমুখ।

পরে ভাইস-চেয়ারম্যান ইউনিয়নের সুনাই নদী তীরবর্তী অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে তাদের খবর নেন এবং উপহার সামগ্রী তুলে দেন।

Back to top button