লকডাউনে জীবন বাঁচানো দায় হয়ে পড়ছে বিয়ানীবাজারের সত্তোরোর্ধ আইসক্রিম বিক্রেতার
তোফায়েল আহমদঃ “বেন্ধাই চ্চা” উনাকে এই নামেই চিনে বিয়ানীবাজার উপজেলার লাউতা এবং মোল্লাপুর ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমি যখন আব্দুল্লাহপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সেই নব্বই দশকে তখন তিনি সেই বিদ্যালয়ের নিচে গরমের দিনে আইসক্রিম বিক্রি করতেন আর শীতের দিনে বিক্রি করতেন চানাচুর।
ভালো নাম মইয়ব আলী (৭০), বাড়ি উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর (ভাউরাটুল) গ্রামে। ০৯ সন্তানের পিতা বয়সের ভারে ন্যুয বেন্ধাই চ্চ্যা এখোনো একই পেশায় আছেন। ৫ মেয়ের মধ্যে ৩ মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন বিয়ের উপযুক্ত দুই মেয়ে এখোনো ঘরে, এক ছেলে শারীরিক প্রতিবন্ধি, বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে তাই এখোনো এক ছেলের রোজগারের উপর ভরসা না করে কাধে করে এখোনো ঘুরে ফিরেন আইসক্রিমের বাক্স নিয়ে।
গত দুই বছর থেকে মাঝেমধ্যে আমার কাছে আসতেন দুঃখের কথা বলতেন, যেদিন আসতেন আমি যতটুকু পারি সহযোগীতা করতাম। এভাবেই চলছিলো দিনকাল, তবে করোনা ভাইরাসের প্রকোপে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে যাওয়ায় বিপাকে পড়েন এ বৃদ্ধ। পরিবারের একমাত্র উপার্জনকারি ছেলে ছাতকে রাজমিস্ত্রি হিসাবে কাজ করতো, কাজ বন্ধ থাকায় সেও ফিরে আসে বাড়িতে, সেই থেকে অসহায়ভাবে আছেন তিনি।
করোনাকালীন সময়ে প্রচন্ড অর্থাভাবে থাকা এ বৃদ্ধ জানান, ইউনিয়নের বয়স্ক ভাতার টাকা পান নিয়মিত তবে এই টাকায় বিশাল পরিবার চালানো দায়। এই অসহায়ত্বের গল্প শুনতে শুনতে উনাকে বিদায় দিলাম।
আমরা অনেকেই ছোটোবেলা থেকে উনাকে চিনি, অনেকেই বিত্তবান আবার অনেকেই এখন প্রবাসী। চাইলে উনাকে এই আপদকালীন সময়ে অল্প করে হলেও একটু সহায়তা করি। উনার যোগাযোগের নাম্বার ০১৮৪৯৬৩১০৮৫।