গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু : ঘাতক স্বামীসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে দায়ের কোপে স্ত্রী শিল্পী বেগম (৩৮) খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী এনাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় আসামি এনাম উদ্দিনের ভাইয়ের স্ত্রী আজিরুন নেছাকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (১৫ মে) কানাইঘাট উপজেলার ময়না গ্রাম থেকে এনামকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মৃত হারিছ আলীর পুত্র এনাম উদ্দিনকে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলার এজহারভুক্ত আসামি এনামের ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর মাঝের মহল্লার এনাম উদ্দিন দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিলেন। এ নিয়ে গত সোমবার (১১ মে) দুপুরের দিকে এনাম উদ্দীন স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে এনাম উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৭/১৪-০৫-২০২০) দায়ের করেন।

Back to top button