গরীব-দুস্থদের অর্থ সহায়তা প্রদান করেছে ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে
করোনা প্রাদুর্ভাবে অসহায় এবং দুঃস্থদের অর্থ সহায়তা প্রদান করেছে ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে। উপজেলাব্যাপী অর্থ সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বুধবার দুপুরে মাথিউরা ইউনিয়নের ৪৩ জন অসহায়দের মধ্যে সংঘটনটির পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে আব্দুল ফাত্তাহ বকশীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন, রাজনীতিবিদ নজমুল হোসেন পুতুল, শাহাব উদ্দিন মৌলা, আফাজ উদ্দিন, মুজিবুল ইসলাম তাজুল, রুহুল আমিন প্রমুখ।
সংঘটনটির দায়িত্বশীলরা জানিয়েছেন, পুরো উপজেলার সবগুলো ইউনিয়নে ৪৩জন অসহায়-দুঃস্থদের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিয়ানীবাজার উপজেলার ইউকে প্রবাসীদের নিয়ে গঠিত সংঘটনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিয়ানীবাজারে্র অসহায় মানুষদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে।