বিয়ানীবাজার সংবাদ

করোনা সন্দেহে বিয়ানীবাজারে আরো ৯জনের নমুনা সংগ্রহ

বিয়ানীবাজার টাইমসঃ করোনা সন্দেহে বিয়ানীবাজার উপজেলা থেকে আরো ৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  শনিবার (০৭ মে) নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের বিশেষায়িত ল্যাবে প্রেরণ করা হয়েছে।

জানা যায়,৯ জনের মধ্যে করোনা পজেটিভ শনাক্ত উপজেলার মোল্লাপুর গ্রামের বাবনটিল্লা এলাকার ঢাকার গাজীপুর ফেরত করোনা পজেটিভ শনাক্ত ছায়দুল ইসলামের সংস্পর্শে আসা ৫ নারী-পুরুষ, হবিগঞ্জ ফেরত ১জন এবং গত ৫ মে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৩জনের নমুনা রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখন পর্যন্ত বিয়ানীবাজার থেকে সন্দেহভাজন মোট ১০৩ জনের নমুনা ল্যাবে প্রেরণ করা হয়। এরমধ্যে ৭৫ টি ফলাফল পাওয়া গেছে।প্রাপ্ত ফলাফলে সর্বমোট ০৫ জনের করোনা পজিটিভ, ৭০ জনের নেগেটিভ রিপোর্ট আসে। অপর ২৭ জনের রিপোর্ট এখনো অপেক্ষমান।

উল্লেখ্য,বিয়ানীবাজারে এখন পর্যন্ত মোট ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।নতুন শনাক্ত হওয়া তিনজনের ২জন মোটামুটি সুস্থ রয়েছেন। তবে একজনের শরীরে সামান্য জ্বর আছে, তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

Back to top button